মাদারীপুরে বাস দুর্ঘটনায় প্রাণহানি : ইমাদ পরিবহণের বিরুদ্ধে মামলা
মাদারীপুরের শিবচরে বাস দুর্ঘটনায় ১৯ জন নিহতের ঘটনায় ইমাদ পরিবহণের বিরুদ্ধে মামলা করেছে শিবচর হাইওয়ে থানা পুলিশ। আজ সোমবার (২০ মার্চ) সকালে হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট জয়ন্ত সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘ইমাদ পরিবহণ লিমিটেডের বিরুদ্ধে মামলাটি করা হয়। তবে মামলায় আসামি হিসেবে কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি।’
গতকাল রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় পদ্মাসেতু হাইওয়ে এক্সপ্রেসের রেলিং ভেঙে ইমাদ পরিবহণের একটি বাস খাদে পড়ে গেলে ১৯ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও অন্তত ২০ জন।