মাদারীপুরে বিপুল গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
মাদারীপুরে গাঁজাসহ গ্রেপ্তারকৃত তিন মাদক কারবারি। ছবি : এনটিভি

মাদারীপুরে বিপুল গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ সকাল সাড়ে ১১টায় মাদারীপুর র‍্যাব ৮-এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাদেকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাদেকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেখ হাসিনা মহাসড়কের আসমত আলী খান সেতুর টোল প্লাজার পূর্ব পাশ থেকে একটি সাদা নোয়াগাড়ি তল্লাশি করা হয়। ওই গাড়িতে আসামিদের কাছে ৩৯ কেজি গাঁজা পাওয়া যায়। যার আনুমানিক দাম ১১ লাখ ৭০ হাজার টাকা।

এ সময় আল আমিন (৩২), কাজী আরিফ (২৩) ও শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের বহনকারী সাদা নোয়াগাড়ি, চারটি মোবাইল ফোনসেট, সাতটি সীমকার্ডসহ পাঁচ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কুমিল্লার বাসিন্দা। দীর্ঘদিন কুমিল্লা-চাঁদপুর ঘাট ব্যবহার করে বিভিন্ন মাদক পাচার করে আসছিল। উদ্ধারকৃত গাঁজা ও জব্দ আলামতসহ তাদের মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।