‘মাদারীপুরে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় হবে’

Looks like you've blocked notifications!
মাদারীপুরে আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিভিন্ন প্রশ্নের জবাব দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : এনটিভি

মাদারীপুর জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নাছিম এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশ চালালে দক্ষিণাঞ্চলসহ দেশের সার্বিক উন্নয়ন হয়। সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে আগামীতে পদ্মাপাড়ের জেলা মাদারীপুরে একটি সরকারি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে প্রধানমনন্ত্রী কাজ করে যাচ্ছেন। এরমধ্যে একটি ইপিজেড নির্মাণ করার জন্য রাজৈর উপজেলায় একটি জায়গাও দেখা হয়েছে। আশা রাখি, অল্প সময়ের মধ্যে কাজ বাস্তবায়ন করা হবে।’

সাংবাদিকদের সঙ্গে দলীয় বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে আওয়ামী লীগ নেতা বলেন, ‘যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিভিন্ন কর্মকাণ্ড করছেন, তারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। তারা কখনোই দলীয় লোক হতে পারে না। আওয়ামী লীগে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না।’

মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সাংগঠনিক সম্পাদক নাইরুল ইসলাম দুলাল চৌধুরী, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু, মাদারীপুর জেলা যুবলীগের সভাপতি আতাহার আলী সর্দার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন প্রমুখ।

এ সময় মাদারীপুর জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।