মাদারীপুরে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
মাদারীপুরের কালকিনি উপজেলায় হাবিবুর রহমান নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার এনায়েনতনগরের একটি পাটক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তবে পরিবারের দাবি হাবিবকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
নিহত হাবিবুর রহমান (২৩) উপজেলার আলিপুর গ্রামের আনোয়ার সরদারের ছেলে। তিনি রাজধানী ঢাকায় একটি কাপড়ের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়দের বরাত দি কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল জানান, দুদিন আগে ঈদের ছুটিতে কালকিনির আলিপুরে নিজবাড়িতে আসেন হাবিব। গতকাল বিকেলে পাশের গ্রামে এনায়েতনগরে নানার বাড়ির উদ্দেশে বের হন তিনি। পরে রাতে একাধিববার তাঁর ব্যবহৃত মুঠোফোনে কল দিলে বন্ধ পায় পরিবারের লোকজন। আজ সকালে এনায়েনতনগরের একটি পাটক্ষেতের হাবিবের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
হাবিবের বড় ভাই সাব্বির হোসেন অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে হাবিবকে হত্যা করা হয়েছে।
ওসি ইশতিয়াক আসফাক রাসেল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবার থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।