মাদারীপুরে সদর আ.লীগনেতাকে কুপিয়ে জখম
মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পেয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খানকে(৬৬) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শহরের আছমত আলী খান সড়কের শকুনী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি রাত সাড়ে দশটার দিকে শাক-সবজি কিনে বাড়িতে ফিরছিলেন। বাসার কাছে পৌঁছালে চার থেকে পাঁচজন মুখোশধারী তাঁর গতি রোধ করে। এরপর চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।
এ সময় দুর্বৃত্তরা সাবেক এই চেয়ারম্যানের মাথা ও দুই পায়ে এলোপাতাড়ি কোপায়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের দ্রুত খুঁজে আইনের আওতায় আনা হবে।’