মাদারীপুরে হাজতির মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা

Looks like you've blocked notifications!
মাদারীপুর জেলা কারাগার। ছবি : এনটিভি

মাদারীপুরে হজরত মাতুব্বর নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তবে পরিবার অভিযোগ করেছে, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আজ বুধবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ওই হাজতির মৃত্যু হয়। পরে তাঁর পরিবার ও স্বজনরা এই অভিযোগ আনেন।

পুলিশ বলছে, এ ব্যাপারে অপমৃত‌্যুর মামলা হবে। তবে ম‌্যাজিস্ট্রেট এ বিষয়ে তদন্ত করবেন।

নিহত হজরত মাতুব্বর (৫০) সদর উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মাদারীপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, গাছবাড়িয়া এলাকায় সংঘর্ষের ঘটনায় গত ১৯ ও ২২ জুলাই সদর মডেল থানায় আলাদা দুটি মামলায় আসামি করা হয় হজরত মাতুব্বরকে। পরে ২৭ সেপ্টেম্বর তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন। তখন বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে মাদারীপুর জেলখানাতেই ছিলেন হজরত মাতুব্বর।

আজ ভোরে অসুস্থ অবস্থায় হজরত মাতুব্বরকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যান তিনি।

মৃত হজরত মাতুব্বরের ছেলে সাব্বির মাতুব্বর অভিযোগ করে বলেন, ‘আমার বাবাকে জেলখানার লোকজন পিটিয়ে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।’

তবে অভিযোগ অস্বীকার করে কারাগারের জেলার শংকর মজুমদার বলেন, ‘অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ওই হাজতিকে। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান মিয়া বলেন, ‘আপাতত অপমৃত‌্যুর মামলা হবে। যেহেতু জেলাখানার ভেতরের বিষয়, তাই নির্বাহী ম্যাজিস্ট্রেট তদন্ত করবেন। সেই মোতাবেক পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।’