মাদারীপুর থেকে কোরআনে হাফেজের মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
মাদারীপুর সদর মডেল থানা। ছবি : সংগৃহীত

মাদারীপুর বসতঘরের ভেতর থেকে শহিদুজ্জামান (৩৮) নামে এক কোরআনে হাফেজের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শহরের রেন্ডিতলা এলাকা থেকে গতকাল মঙ্গলবার দিনগত রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

শহিদুজ্জামান মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, শহরের রেন্ডিতলা এলাকার খান বাড়িতে ভাড়া বাসায় একাই বসবাস করতেন শহীদুজ্জামান। সন্ধ্যার পর এক প্রতিবেশি ডাকতে গেলে কোনো সাড়াশব্দ না পাওয়ায় পাশের বাসায় থাকা ওই হাফেজের ভাইকে খবর দেন। পরে তাঁরা এসে ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে খাটের ওপর শহীদুজ্জামানকে পড়ে থাকতে দেখেন। এসময় তাঁর নাক ও মুখে রক্ত ছিল। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত শহিদুজ্জামানের ভাই মনিরুজ্জামান বলেন, ‘আমার ভাই একাই বাসায় থাকতেন। তিনি একজন কোরআনের হাফেজ ছিলেন। আমাদের ধারণা, তিনি স্ট্রোক করেছেন।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আমাদের মনে হয়েছে স্ট্রোক করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।  এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।’