মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ-অপহরণ, ভিডিও ধারণ করে টাকা নেওয়ার অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে (১৭) জিম্মি করে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এরপর অপহরণ করায় উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর মা অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসার কাছে বিস্তারিত ঘটনা তুলে ধরেন। পরে তিনি সংশ্লিষ্ট থানাকে ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ওই ছাত্রীর মা অভিযোগ করে বলেন, ‘২০১৮ সালের আগস্টে আমাকে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ পান করায়। এরপর আমার মেয়েকে ধর্ষণ করে স্থানীয় দুই যুবক। ধর্ষণের সময় মুঠোফোনে ভিডিও ধারণ করে তারা। ওই ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে নগদ ৫০ হাজার টাকা ও এক ভরি স্বর্ণ নিয়ে যায়।’
ছাত্রীর মা আরো বলেন, ‘ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই চক্রের আরেক সদস্য আমার মেয়েকে আরও কয়েক দফা ধর্ষণ করে। এরপর গত বছরের ৪ মার্চ আমার মেয়েকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় ওই চক্রের এক সদস্য। ওই চক্রকে পরে আরও ৫০ হাজার টাকা দিয়ে কিছুদিন পর রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে আমার মেয়েকে উদ্ধার করি। সর্বশেষ গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় আমার মেয়েকে আবারও অপহরণ করে ওই চক্র।’
অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা বলেন, ‘সংশ্লিষ্ট থানাকে এ ব্যাপারে মামলা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’