মাদ্রাসা শিক্ষার্থীদের কম্বল-হ্যান্ড স্যানিটাইজার দিল ঠিকানা ফাউন্ডেশন

Looks like you've blocked notifications!
বগুড়া শহরের তিনমাথা রেলগেইট এলাকার মাদ্রাসাছাত্রদের মধ্যে কম্বল ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। ছবি : এনটিভি

বগুড়ায় ফেসবুকভিত্তিক সংগঠন ঠিকানা ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে কম্বল ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার সকালে শহরের তিনমাথা রেলগেইট এলাকার দারুল উলুম মাদ্রাসা ও জামিয়া কাসেমিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে এসব বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রিতা আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী খোকন, সাধারণ সম্পাদক বগুড়া ফাহামিদা লিমা, যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মোস্তাফিজ, সমাজকল্যাণ সম্পাদক ফারজানা আক্তার এলা, প্রচার সম্পাদক তাহমিনা ইসলাম মন্টি, অর্থ সম্পাদক ওসামা কাজী, কার্যনির্বাহী সদস্য শিরিন আক্তারসহ ফাউন্ডেশনের সদস্যরা।

এ সময় তাঁরা বলেন, দেশে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনার প্রকোপ। তাই নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে বন্ধুদের ফেসবুকভিত্তিক সংগঠন ‘ঠিকানা ফাউন্ডেশন বাংলাদেশ’ আর্তমানবতার সেবায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে।