মানবাধিকার রক্ষায় প্রচেষ্টা অব্যাহত রাখুন : বিচারকদের প্রতি রাষ্ট্রপতি
মানবাধিকার রক্ষায় বিচারক ও সংশ্লিষ্টদের নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি আগামী ১৮ ডিসেম্বর হতে যাওয়া ‘সুপ্রিম কোর্ট দিবস ২০১৯’ এর অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবার ন্যায়বিচার নিশ্চিত করার জন্য স্বাধীনতার পরপরই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেছিলেন। পরে ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।’
আবদুল হামিদ বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে ন্যায়বিচার নিশ্চিতকরণ, মৌলিক মানবাধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।