মানবিকতা আন্দোলনের মাধ্যমে অর্জিত হয় না : আইনমন্ত্রী
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে দলটির দাবি প্রসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘মানবিকতা আন্দোলনের মাধ্যমে অর্জিত হয় না।’
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে আজ শুক্রবার সকালে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন আইনমন্ত্রী। পরে তিনি উপজেলার বিভিন্ন ওয়ার্ডের দুঃস্থ-শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন।
এ সময় খালেদা জিয়াকে বিদেশের পাঠানোর আন্দোলন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘উনার ১৫ জন আইনজীবী আমার সঙ্গে দেখা করেছেন। উনারা যে আবেদন করেছেন, সেটার কোনো নজির আছে কি না, তা দেখার জন্য আমি সময় নিয়েছি। তাঁরা সে সময় নেওয়াকে ঘিরে আন্দোলনের হুঙ্কার দেন। মানবিকতা আন্দোলনের মাধ্যমে অর্জিত হয় না। আর আইন আইনের গতিতে চলবে জিয়াউর রহমানের গতিতে নয়।’
অনুষ্ঠানে আইন সচিব গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।