মানিকগঞ্জের রেড জোন এলাকায় সাধারণ ছুটি

Looks like you've blocked notifications!
মানিগঞ্জের সাতটি রেড জোন এলাকার চারপাশে বাঁশের বেড়া দিয়ে প্রবেশপথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ছবি : এনটিভি

মানিগঞ্জের তিনটি উপজেলার সাতটি 'রেড জোন' ঘোষিত এলাকার লোকজনের সাধারণ ছুটিসহ সব দোকানপাট, হাটবাজার বন্ধ রয়েছে। এ ছাড়া এলাকার চারপাশে বাঁশের বেড়া দিয়ে প্রবেশপথগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।

 

এদিকে, পুলিশ বিভাগ লকডাউন বাস্তবায়নে দায়িত্বপালন করছে। তবে জরুরি পরিসেবায় নিয়োজিত ব্যক্তিদের চলাফেরার ব্যাপারে শিথিলতা ও জিজ্ঞাসাবাদ করে অনুমতি দেওয়া হচ্ছে।

করোনা সংক্রমণের অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় মানিকগঞ্জ সদর, সাটুরিয়া ও সিংগাইর উপজেলার সাতটি এলাকাকে 'রেড জোন' ঘোষণা করে একটি আদেশ জারি করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, 'লাল অঞ্চল ঘোষিত এলাকায় অবস্থিত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে।'

তিনি আরও বলেন, 'গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর থেকে এ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে আগামী ৪ জুলাই পর্যন্ত এই ছুটি বলবৎ থাকবে।'