মানিকগঞ্জে গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক
মানিকগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ কোহিনুর ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ সকালে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রাজিবপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
এ সময় কোহিনুর ইসলামের কাছ থেকে ৩৫ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে দাবি করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার বাড়ি সদর উপজেলার রাজিবপুর এলাকায়। তিনি নিয়মিত মাদকসেবন করেন ও মাদক বিক্রেতা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আনোয়ার হোসেন জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রাজিবপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি ১০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩৫ হাজার টাকাসহ তাঁকে আটক করা হয়। আটকের পর তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ মো. কামরুজ্জামান বাদী হয়ে সদর থানায় মাদক আইনে মামলা করেছেন এবং জব্দকৃত গাঁজার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানিয়েছেন।
এ সয়ম সহকারী পরিচালক শিরীন আক্তার ও ইনচার্জ মো. কামরুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।