মানিকগঞ্জে ছাত্রলীগকর্মীর ওপর হামলা, ৮ আসামি কারাগারে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/21/manikganj.jpg)
মানিকগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ও ছাত্রলীগকর্মী তামজিদ কাইফিকে (১৭) কুপিয়ে আহত করার ঘটনায় আট আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাকিল আহমেদ গ্রেপ্তার হওয়া আসামি মীম ও শামীম হাসান বাবুর জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। বাকি ছয় আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে কি না, সে ব্যাপারে কাল নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে শুনানির দিন ধার্য করা হয়েছে।
গত রোববার মানিকগঞ্জে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল ও পূর্ব শত্রুতার জের ধরে দৌলতপুর প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তামজিদ কাইফিকে কুপিয়ে জখম করা হয়। কাইফিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি রয়েছে।
হামলার পর ছাত্রলীগকর্মী কাইফির মা সোহেলী আক্তার মানিকগঞ্জ থানায় মামলা করেছেন। মামলার এজাহারে তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত রোববার দুপুর দেড়টার দিকে জেলা শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তাঁর ছেলে কাইফির ওপর হামলা করে ছাত্রলীগের আগে থেকেই অবস্থান নেওয়া একটি পক্ষ। ধারালো অস্ত্র ও রড এবং হাতুড়ি দিয়ে কাইফিকে হত্যার উদ্দেশে আক্রমণ করা হয়। এতে কাইফির দুই হাত-পা ভেঙে গেছে এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতসহ সারা শরীরে হত্যা নিশ্চিত করার জন্য আঘাত করে জখম করা হয়েছে।
এর আগে ঘটনার দিন কাইফির মা সাংবাদিকদের জানান, ছাত্রলীগের প্রতিপক্ষের এই গ্রুপ এর আগেও তাঁর ছেলের ওপর হামলা করেছিল। কিন্তু রাজনৈতিক কারণে সেই সময় মামলা করতে পারেনি।
ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপের মিম, কম্পন, দিহান তন্ময়, শামীম হাসান বাবু, গ্যাঞ্জাম সজিব, মুরাদ, রাসেল, পলাশ, আকাশ, মোল্লা জীবন, জুবায়ের বাবু, প্রিন্স, আসাদ বিন আবু আমির, মিহাল, বদরুল ও আমরি বিন মুহিদকে আসামি করে কাইফির মা সোহেলী থানায় মামলা করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
ছেলেকে কুপিয়ে আহত করার কারণ সম্পর্কে সোহেলী আক্তার জানান, মিম, কম্পন, তন্ময়, বাবুদের পক্ষে মিছিল-মিটিংয়ে অংশ না নেওয়ায় কাইফির ওপর আক্রমণ করা হয়েছে।
এদিকে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, কুপিয়ে আহত করার পরিপ্রেক্ষিতে কাইফির মা থানায় মামলা করেছেন। এই ঘটনায় মিম, কম্পন, শামীম হাসান বাবু, প্রিন্স, পলাশ, আকাশ, আসাদ বিন আবু আমির ও আমরি বিন মুহিদকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে দুজনের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত রিমান্ড নামঞ্জুর করেছেন। বাকি আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছে।