মানিকগঞ্জে ধানকাটা উৎসব শুরু

Looks like you've blocked notifications!

 

 

 

 

মানিকগঞ্জে আমন ধান কাটা উৎসব শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সাটুরিয়া উপজেলার জান্না গ্রামে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উৎসবের আয়োজন করে।

ধান কাটা উৎসব উপলক্ষে মাঠ দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, মানিকগঞ্জ কৃষি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অধ্যক্ষ আহমেদ আলী চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুর রহমান চৌধুরী।

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর সিদ্দিক তুষার, রাষ্ট্রপতি পদক পাওয়া কৃষক আ ক ম নুরুল হকসহ কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় কৃষকদের জানানো হয়, ধান কাটা ও মাড়াই যন্ত্রের ব্যবহার করে কম খরচে তা করা যায়। সাত লাখ টাকা মূল্যের একটি কম্বাইন্ড হারবেস্টর  দিয়ে প্রতি ঘণ্টায় এক বিঘা জমির ধান কাটা ও মাড়াই করা যায়। এতে মাত্র পাঁচ লিটার ডিজেল খরচ হয়। সমবায় সমিতির মাধ্যমে কৃষকরা সহজ শর্তে এই যন্ত্র ক্রয় করতে পারবেন বলে কৃষি কর্মকর্তারা জানান।

পরে পিঠা-পুলি দিয়ে আপ্যায়নের মাধ্যমে নবান্ন উৎসব উদযাপন করা হয়।