মানিকগঞ্জে নতুন করে আরো ২৪ জনের করোনা শনাক্ত

Looks like you've blocked notifications!

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১৭৩ জন।

আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।

ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, নতুন আক্রান্ত ২৪ জনের মধ্যে সিংগাইর উপজেলার ১১ জন, মানিকগঞ্জ সদর ও ঘিওর উপজেলার চারজন করে, সাটুরিয়া উপজেলায় তিনজন এবং শিবালয় উপজেলার রয়েছেন দুজন। 

সিভিল সার্জন বলেন, এ পর্যন্ত মোট দুই হাজার ৫১১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। এর মধ্যে দুই হাজার ১৪১টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে করোনা পজিটিভ পাওয়া গেছে ১৭৩ জনের দেহে। আক্রান্তদের মধ্যে ২১ জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং ১১২ জন নিজ বাড়িতে আইসোলেশনে আছে। অন্যরা সুস্থ হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২১ জনের কোভিড-১৯ টেস্ট হয়েছে। এতে ২৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।’

এ পর্যন্ত জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আটজন। মৃত ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ, দুজন নারী ও একজন কিশোর। এ ছাড়া, করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মারা গেছে দুজন। একজন হরিরামপুরে এবং অন্যজন সিংগাইর উপজেলায়।