মানিকগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলআরোহী দুই বন্ধু নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/01/11/manikganj-pic.jpg)
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের চালক ও আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। আজ বুধবার (১১ জানুয়ারি) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাটুরিয়া ফেরিঘাটগামী একটি প্রাইভেটকার মানিকগঞ্জগামী মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাদশা মিয়া এবং মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মোটরসাইকেলচালক মোখছেদ আলী মারা যান।
নিহত দুজন হলেন ঘিওর উপজেলা পাটাইকোনা গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে মো. বাদশা মিয়া (৩৬) ও সিঙ্গাইরের বাস্তা গ্রামের মোনছের আলীর ছেলে মোখছেদ আলী (৪০)।
জানা গেছে, নিহত বাদশা মিয়া এক সন্তানের জনক। তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ফেরি শাপলা-শালুকের দ্বিতীয় মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।