মানিকগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ২
মানিকগঞ্জে বজ্রপাতে দুইজন মারা গেছে। আহত হয়েছে দুইজন। আজ মঙ্গলবার বিকেলে পৃথক দুটি স্থানে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ঘিওর উপজেলার বড়টিয়া গ্রামের কৃষিশ্রমিক আজমত আলী (৫০) ও সদর উপজেলার গিলন্ড গ্রামের শিক্ষার্থী আসিফ মোল্লা (১৬)। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ঘিওর উপজেলার বড়টিয়া গ্রামের শেখ মাঈনুদ্দিনের ছেলে কৃষিশ্রমিক আজমত আলী (৫০) পৌর এলাকায় পৌলি গ্রামে আবদুল হকের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন। বিকেলে ক্ষেত থেকে ধানের বোঝা মাথায় নিয়ে তিনি আবদুল হকের বাড়ি ফিরছিলেন। এ সময় তাঁর ওপর বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
অপর দিকে সদর উপজেলার গিলন্ড গ্রামে মাসুদ মোল্লার ছেলে স্থানীয় রাকিব আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আসিফ ও তার কয়েকজন বন্ধু ঘুড়ি উড়ানোর জন্য খোলা মাঠে যায়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আসিফ মোল্লা মারা যায়। সেইসঙ্গে বজ্রপাতে আহত হয় আসিফের বন্ধু আব্দুল্লাহ ও অনিক। এদের মধ্যে গুরুতর আহত অনিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আব্দুল্লাহকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।