মানিকগঞ্জে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

Looks like you've blocked notifications!
মানিকগঞ্জ সদরে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসরাফিল। ছবি : এনটিভি

 

কৃষি প্রণোদনার আওতায় ২০২০-২১ অর্থবছরে মানিকগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসরাফিল এসব কৃষি উপকরণ বিতরণ করেন।

সরকারের পক্ষ থেকে দেশে আউশ ধানের উৎপাদনে কৃষকদের উৎসাহিত করার জন্য এ ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে। এই প্রণোদনার আওতায় সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় পাঁচশ কৃষককে এই প্রণোদনা দেওয়া হলো।

প্রতিবিঘা জমিতে আউশ চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার বিনামূল্যে কৃষকদের বিতরণ করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. আব্দুল লতিফ তোতা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফতাব উদ্দিন মাহমুদ।

এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান আহমেদসহ সব সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।