মানিকগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু
মানিকগঞ্জে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। গতকাল শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
এ সময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মেলা উদযাপন কমিটির সভাপতি গোলাম মহীউদ্দীন ও সদস্য সচিব আবদুল মজিদ ফটোসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদ মালেক বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাধীনতাবিরোধী আল শামস, আলবদরসহ যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন। বঙ্গবন্ধু হত্যাকারী যারা এখানো দেশের বাইরে রয়েছে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আর এটাই হবে এই বিজয় মাসের মূলমন্ত্র।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র এখনো ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করা হবে।
১৫ দিনের এই বিজয় মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। মেলায় নানা রকমের পসরা সাজিয়ে বসেছে দুই শতাধিক স্টল। মেলার মূল মঞ্চে প্রতিদিনই মুক্তিযুদ্ধের ওপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।