মানিকগঞ্জে সাহেরা-হাসান মেমোরিয়াল হাসপাতালে ফি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জের গড়পাড়ার চান্দইর গ্রামে সাহেরা-হাসান মেমোরিয়াল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উচ্চ রক্তচাপ, বুকে ব্যথাসহ হার্টের যেকোনো সমস্যায় ভুক্তভোগী রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।
ফ্রি হার্ট ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহেরা-হাসান মেমোরিয়াল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. রওশন আরা বেগম, হাসপাতালের পরিচালক মীর মহসিন আলী সাঈদ, ল্যাব এইড হাসপাতালের হৃদরোগ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. লোকমান হোসেন, কর্নেল মালেক মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. মো. তৌফিকুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইস্রাফিল হোসেনসহ স্থানীয় ব্যক্তিরা।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ ধরনের ফ্রি ক্যাপেইন আসলেই প্রশংসনীয়। আমাদের সবাইকে এ ধরনের মহতী কাজে নিয়োজিত করা উচিত। ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে মানুষকে সেবা প্রদান করতে শুধু টাকাই লাগে না, লাগে একটি বড় মন।’ তিনি অত্র হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শনকালে এসব কথা বলেন।
মেডিকেল ক্যাম্পে আসা বৃদ্ধা হাসিনা বেগম বলেন, ‘এখানে এসে আমি আমার হার্টের চিকিৎসা সেবা বিনামূল্যে করাতে পেরে খুবই আনন্দিত। কিছু ডাক্তারি পরীক্ষা দিয়েছে, তবু সেবাটা তো ফ্রি পেলাম। ভবিষ্যতে এই ধরনের সেবার ব্যবস্থা করলে অনেক গরিব রোগী চিকিৎসাসেবা পাবে বলে আমি বিশ্বাস করি।’
এ বিষয়ে ডা. রওশন আরা বেগম জানান, পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কথা ভেবেই তিনি এই সেবা দিয়ে যাচ্ছেন। এই সেবার মাধ্যমে তিনি তারঁ প্রয়াত মা-বাবাকে খুঁজে পান। সাধারণত ব্যক্তিগত তহবিল থেকেই তিনি রোগীদের এই সেবা দিয়ে থাকেন।
ফ্রি হার্ট ক্যাম্পেইন অনুষ্ঠানে দেড় শতাধিক রোগীকে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা দেন।