মানিকগঞ্জে ১২০ শিক্ষার্থীর পরীক্ষামূলক টিকাদান সম্পন্ন
মানিকগঞ্জে ১২০ শিক্ষার্থীর পরীক্ষামূলক টিকাদান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনার টিকা দেওয়ার উদ্বোধন করেন।
এর আগে মন্ত্রী গত মাসে স্কুলগামী শিক্ষার্থীদের করোনারা টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছিলেন। তবে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের বয়স ধরা হয়েছে ১২ থেকে ১৭ বছরের মধ্যে।
এ বিষয়ে আজ দুপুরে মানিকগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. লুৎফর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
গতকাল সিভিল সার্জন জানিয়েছিলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে বয়স্কদের টিকা দেওয়ার বিষয়টি চলমান রয়েছে। স্কুলগামী ছাত্রছাত্রীদের টিকার আওতায় আনার প্রস্তুতি চলছে। সেই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে পরীক্ষামূলক ১২০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়।
টিকা পাওয়া শিক্ষার্থীদের নিজ নিজ বাসায় আগামী ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান সিভিল সার্জন।
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান জানান, প্রাথমিকভাবে জেলার চারটি স্কুল থেকে নবম ও দশম শ্রেণির ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। আজ জেলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ জন, সরকারি এস কে বালিকা বিদ্যালয়ের ৫০ জন, গড়পাড়া জাহিদ মালেক উচ্চ বিদ্যালয়ের ১০ জন এবং আটিগ্রাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়।