মানুষের পাশে দাঁড়ানোই বঙ্গবন্ধুর আদর্শ : আসাদুজ্জামান নূর

Looks like you've blocked notifications!
প্রিয় বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে আজ শুক্রবার নীলফামারীর দুই ইউনিয়নের শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ছবি : এনটিভি

নীলফামারী-২ আসনে সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সমস্যাকাতর মানুষের পাশে দাঁড়ানোই বঙ্গবন্ধুর আদর্শ। এটা আমাদের বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ। আওয়ামী লীগ সব সময় সেই আদর্শের রাজনীতিতে বিশ্বাসী।

আজ শুক্রবার নীলফামারীতে ‘প্রিয় বাংলাদেশ ফাউন্ডেশন’-এর কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আসাদুজ্জামান নূর । এদিন পঞ্চপুকুর ইউনিয়ন ও চওড়াবড়গাছা ইউনিয়নের এক হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা চাই- আমাদের এলাকায় যাঁরা শীতে কষ্ট করছেন বা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়ে আছেন, তাঁদের পাশে দাঁড়াতে। এটা আওয়ামী লীগের রাজনীতি, বঙ্গবন্ধুর আদর্শ। এটা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ। এই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এই কাজটা করি।’

সাবেক সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘আমরা প্রতি বছর কোনো না কোনো ইউনিয়নে শীতার্ত মানুষদের মাঝে কম্বল দেওয়ার চেষ্টা করি। এবারও আমরা তিনটি ইউনিয়নে দিয়েছি। প্রিয় বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে শাহিদ মাহমুদের মাধ্যমে আমরা আরও কয়েকটা ইউনিয়নে কম্বল দিতে পারলাম। আমাদের জন্য এটা আনন্দের বিষয়।’

কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিয় বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। তিনি বলেন, ‘জনকল্যাণমূলক কাজ করার লক্ষ্যে প্রিয় বাংলাদেশ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে দলমত নির্বিশেষে মানবতার সেবায় আমরা কাজ করছি।’

পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়াহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হবিবর রহমান ও নুরুল আমিন সরকার এবং চওড়া বড়গাছা ইউনিয়নের উত্তর চওড়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের বিটু, কলেজের অধ্যক্ষ ধীমান রায় ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর সাদেক তুহিন উপস্থিত ছিলেন।