মারা গেলেন মৌয়ের মা, বনানীতে দাফন
মারা গেছেন জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের মা নাউজিয়া ইসলাম রাসা। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। গতকালই তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন রাসা। চিকিৎসাও চলছিলে নিয়ম করে। জাহিদ হাসান বলেন, ‘মা দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। গতকাল দুপুরে হঠাৎ তাঁর শরীর বেশি খারাপ হয়ে পড়ে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
জাহিদ হাসান আরো জানান, গতকাল বাদ এশা গুলশান সোসাইটি মসজিদে তাঁর শাশুড়ি নাউজিয়া ইসলাম রাসার জানাজা হয়। তারপর রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
২০১৭ সালের ২৯ ডিসেম্বর মৌয়ের বড় বোন শেগুফতা ইসলাম মিথি মারা যান। তিন বছরের মাথায় মাকে হারালেন মৌ।