মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. মোমেনের ফোনালাপ

Looks like you've blocked notifications!
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বুধবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

দুই পররাষ্ট্রমন্ত্রীর কথোপকথনের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাঁর টুইটে বলেছেন, ‘বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তির প্রাক্কালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন এবং ড. এ কে আবদুল মোমেন ফোনে কথা বলেন।’

শাহরিয়ার আলম বলেন, তাঁরা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্‌যাপনে সংশ্লিষ্টতা বাড়াতে সম্মত হন। 

শাহরিয়ার আলম তাঁর টুইটার অ্যাকাউন্টে আরও লিখেছেন, ‘উভয়ে সম্পর্ক আরো এগিয়ে নিতে নতুন উদ্যোগ গ্রহণে সম্মত হন।’