মালিক সমিতির দ্বন্দ্বে নাটোর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/09/30/natore-bus-strike-pic_0.jpg)
নাটোর জেলা বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে আজ সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ছবি : এনটিভি
মালিক সমিতির দ্বন্দ্বের জেরে নাটোর থেকে সব রুটে নিজেদের সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে নাটোর জেলা বাস মালিক সমিতি। আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলা বাস মালিক সমিতি তাদের সব বাস বন্ধ করে দেয়।
বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার জানান, বনলতা ট্রাভেলস নামে নাটোর জেলা বাস মালিক সমিতির একটি বাস গতকাল বুধবার সন্ধ্যায় জেলার সিংড়া উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য সিংড়া বাসস্ট্যান্ডে যায়। সেখান থেকে যাত্রী নিয়ে রওনা হওয়ার পর শেরকোল এলাকায় বাস থামিয়ে সিংড়ার মালিকপক্ষের লোকজন বনলতার তিন বাস শ্রমিককে মারপিট করে।
সভাপতি লক্ষণ পোদ্দার আরও বলেন, ‘ওই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে জেলা বাসমালিক সমিতি নাটোরে সব বাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।’
তবে নাটোর হয়ে অন্য জেলার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।