মাস্ক না পরায় বাসচালক ও যাত্রীদের জরিমানা
প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। তবু স্বাস্থ্যবিধি মানছে না অনেকে। করোনার কারণে দেশজুড়ে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখলেও গণপরিবহনে বিধিনিষেধ মানছে না অনেকেই।
আজ শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারী। এ সময় বেশ কয়েকটি বাস থামিয়ে চালক, সহকারী ও যাত্রীদের মুখে মাস্ক আছে কি না যাচাই করা হয়। মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালত বাসে ১০ জন চালক ও যাত্রীকে মোট তিন হাজার টাকা জরিমানা করেন। জরিমানা পরিশোধ করার সঙ্গে সঙ্গে তাঁদের একটি করে মাস্ক উপহার দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) চাঁন মিয়াসহ হাইওয়ে পুলিশের ১০ জন সদস্য।
এ ব্যাপারে ইউএনও তাসলিমা মোস্তারী জানিয়েছেন, করোনা সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে এই অভিযান অব্যাহত থাকবে।