মাস্ক না পরায় ১১ জনের নমুনা সংগ্রহ, পজিটিভ হলেই জরিমানা

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জে মাস্ক না পরায় বাধ্যতামূলক ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়। ছবি : এনটিভি

করোনা সংক্রমণ প্রতিরোধে গোপালগঞ্জে মাস্ক না পরায় ১১ জনের নমুনা সংগ্রহ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার জেলা প্রশাসন ও গোপালগঞ্জ স্বাস্থ্য বিভাগ শহরের চৌরঙ্গী, কাঁচাবাজার, বেদগ্রাম এবং ঘোনাপাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব নমুনা সংগ্রহ করে।

মাস্ক না পরে বাইরে ঘোরাফেরা করার সময় ভ্রাম্যমাণ আদালত ১১ জনের নমুনা সংগ্রহ করেছে। এ সময় নমুনা পিসিআর ল্যাবে পরীক্ষা করার জন্য প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে আদায় করা হয়।

গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু বলেন, ‘করোনা প্রতিরোধে সরকার শক্ত অবস্থান নিয়েছে। যাঁরা মাস্ক ছাড়া বাইরে বের হবে তাঁদের নিজ খরচে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।’

ফারজানা ববি আরও বলেন, ‘এদের করোনা পজিটিভ হলে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরতে হবে ও সমাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’