মা‌নিকগ‌ঞ্জে আজ থে‌কে এইচএস‌সি প‌রীক্ষার্থী‌রা পাচ্ছে টিকা

Looks like you've blocked notifications!
মা‌নিকগ‌ঞ্জে ১২ থে‌কে ১৭ বছর বয়সী শিশু‌দের টিকার আওতায় আজ শ‌নিবার থে‌কে এইচএস‌সি পরীক্ষার্থী‌দের টিকা দেওয়া হচ্ছে। ছবি : এনটিভি

মা‌নিকগ‌ঞ্জে ১২ থে‌কে ১৭ বছর বয়সী শিশু‌দের টিকার আওতায় আজ শ‌নিবার থে‌কে এইচএস‌সি পরীক্ষার্থী‌দের টিকা দেওয়া শুরু হ‌য়ে‌ছে।

মা‌নিকগঞ্জ সদর উপ‌জেলা স্বাস্থ্য প্র‌শিক্ষণ কে‌ন্দ্রে আজ শ‌নিবার সরকা‌রি দে‌বেন্দ্র ক‌লে‌জের এক হাজার ৫৪২ পরীক্ষার্থী‌কে টিকা দেওয়া হ‌বে। পর্যায়ক্র‌মে জেলার অন্য ক‌লে‌জের তা‌লিকা অনুযায়ী ১৪ হাজার পরীক্ষার্থী‌কে টিকা দেওয়া হ‌বে ব‌লে স্বাস্থ্য বিভাগ জা‌নি‌য়ে‌ছে।

পরীক্ষার্থী‌দের টিকা দেওয়ার পর জেলার প্রায় ৫০ হাজার শিশু শিক্ষার্থী‌কে টিকা দেওয়ার টা‌র্গেট নেওয়া হয়ে‌ছে ব‌লেও জানান ভারপ্রাপ্ত সি‌ভিল সার্জন ডা. লুৎফর রহমান।

এর আগে গত ১ ন‌ভেম্বর থে‌কে এই পর্যন্ত তিন হাজার ৭৭৬ শিশু শিক্ষার্থী‌দের টিকা দেওয়া হ‌য়ে‌ছে।

আজ সকাল ৯টায় শুরু হয় পরীক্ষার্থী‌দের টিকাদান। এক‌টিমাত্র কে‌ন্দ্রেই চার‌টি বু‌থে টিকা দেওয়া হয়েছে। মে‌য়ে‌দের ও ছে‌লে‌দের আলাদা বু‌থে লাইন ধ‌রে টিকা দেওয়া হয়েছে।

জেলায় ১৪ লাখ মানু‌ষের ম‌ধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজ ছয় লাখ ২৩ হাজার এবং দ্বিতীয় ডোজ তিন লাখ ৪২ হাজার মানুষ‌কে টিকা দেওয়া হ‌য়ে‌ছে।