মা হারালেন এনটিভির সাংবাদিক মুনিরা
এনটিভির যুগ্ম বার্তা সম্পাদক ও ন্যাশনাল ডেক্স ইনচার্জ মুনিরা আক্তারের মা মোমেনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকাল ৭টায় বগুড়া শহরের মালতিনগরের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
আছর বাদ মালতিনগর জামে মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। পরে ভাই পাগলার মাজার কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।
মোমেনা বেগমের বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে ও চার মেয়ের জননী।
মোমেনা বেগমের মৃত্যুতে শোকাহত এনটিভি পরিবার। গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে এনটিভির সব কর্মকর্তা-কর্মচারী।