মিথ্যা প্রচার থেকে বিরত থাকুন, বিএনপিকে আতিকুল

Looks like you've blocked notifications!
ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম মঙ্গলবার গণসংযোগ করেন। ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘বিএনপির প্রতিদিনের কাজ একটা না একটা অভিযোগ করা, মিথ্যা কথা বলা। আমরা যেমন প্রতিদিন সকালে নাস্তা করি, ব্যায়াম করি, তেমনিভাবে বিএনপি প্রতিদিন সকালে উঠে একটি কথা বলে যে, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আমি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থীকে অনুরোধ করব, এ ধরনের মিথ্যা কথা, মিথ্যা প্রচার থেকে বিরত থাকুন।’

আজ মঙ্গলবার আগারগাঁও তালতলা শতদল কমপ্লেক্স মাঠে আয়োজিত নির্বাচনী প্রচারের সময় এসব কথা বলেন আতিকুল ইসলাম।

আতিকুল ইসলাম বলেন, ‘গতকাল যখন আমি খিলগাঁও তালতলা এলাকায় নির্বাচনী প্রচারে যাই, সেখানে দেখেছি যে তাঁরা রিকশায় ধানের শীষের প্রতীকের প্রার্থীর প্রচার-প্রচারণা চালাচ্ছেন, প্যারোডি গান চালাচ্ছেন। আমার নির্বাচনী প্রচারণা দল থেকে সেখানে হামলা চালানো হয়নি বরং আমি হাততালি দিয়ে স্বাগত জানিয়েছি।’

আতিকুল বলেন, ‘আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, গণতন্ত্রে বিশ্বাসী দল। এই গণতান্ত্রিক চেতনা থেকে কিন্তু আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। আমি গতকাল দেখেছি, তারা ফার্মগেট এলাকায় নির্বাচনী ক্যাম্পেইন করেছে। তারা নির্বিঘ্নে নির্বাচনী ক্যাম্পেইন চালিয়েছে। তাঁরা বলুক কোনো একটি জায়গায় তাদের ওপর হামলা হয়েছে কি না। ফার্মগেট এলাকায় একটি জায়গাতেও তাদের ওপর হামলা হয়নি।’

আতিকুল আরো বলেন, ‘উত্তরাতে আমাদের নির্বাচনী ক্যাম্পেইনের সামনে দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা আমার প্রতিপক্ষের নির্বাচনী প্রচারণা চালিয়েছে। সেখানেও কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. ফোরকান হোসেন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হামিদা আক্তার মিতা।