মিরপুরের নিখোঁজ চার কিশোরী বাসায় ফিরেছে
রাজধানীর মিরপুর থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার কিশোরী বাসায় ফিরেছে। গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে তারা নিজ নিজ বাসায় ফেরেন।
পরিবারের সঙ্গে অভিমান করে বাড়ি ছেড়েছিলেন চার কিশোরী। তারা হলো–কুলসুম, কল্পনা, সামিয়া ও খুশি।
আজ শুক্রবার এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোরীরা জানায়–তুচ্ছ কারণে পরিবারের সঙ্গে অভিমান করে প্রথমে সিলেট যায় তারা। সেখান থেকে খুলনায় যেয়ে একটি হোটেল ভাড়া নেয় তারা। এরপর টাকা ফুরিয়ে এসেছে বুঝতে পেরে তারা বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়।’
নিখোঁজ চারজনের তিনজন মাদরাসা এবং একজন স্কুলশিক্ষার্থী। গত মঙ্গলবার (২৮ মার্চ) সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে মিরপুর ১৩ নম্বর এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় তারা।