মিরপুরে ফ্ল্যাটে নারী ও গৃহকর্মীর লাশ
রাজধানীর মিরপুর ২-এর একটি বাসায় এক নারী ও গৃহকর্মীর লাশের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। খবর পেয়ে মিরপুর মডেল থানা পুলিশ আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) খাইরুল আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘মিরপুর-২ এলাকার ২ নম্বর রোডের ১১ নম্বর বাসায় এক নারী ও এক গৃহকর্মীর লাশের কথা জানতে পেরেছি আমরা। নারীর বয়স আনুমানিক ৫৫ বছর আর গৃহকর্মীর বয়স আনুমানিক ১০ বছর হবে। এর বাইরে আপাতত কোনো তথ্য নেই আমাদের কাছে।’
রাত ৮টার দিকে খাইরুল আলম বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আমরা ক্রাইম সিনকে খবর দিয়েছি। এখনো লাশ সরানো হয়নি। ক্রাইম সিন এলে বিস্তারিত জানাতে পারব।’
পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, ‘ঘটনাস্থলে নানারকম কথাবার্তা শোনা যাচ্ছে। কয়েকজন জানালেন, ফ্ল্যাটে নিহত ওই নারী সবসময় ছেলে-মেয়ে এনে অবৈধ কাজ করার সুযোগ করে দিতেন। তবে তদন্ত শেষে সবকিছু বলা যাবে।’
মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) দুলাল বলেন, ‘নারী ও গৃহকর্মীকে হত্যা করা হয়েছে, এটা নিশ্চিত। কিন্তু কেন বা কীভাবে হত্যা করা হয়েছে, তা এখনো জানা সম্ভব হয়নি।’