মিরপুরে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ঘোষণা দিলেন ডিএনসিসির মেয়র
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম তিন বছরের মধ্যে মিরপুর টাউন হল প্রাঙ্গণে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মীর মাসরুর জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মিরপুরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের নেতৃত্বে সংস্কৃতিকর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। সেই ধারাবাহিকতায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের নেতৃত্বে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ, মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহীন ও ১৪ জন প্রতিনিধিসহ ডিএনসিসির মেয়রের সঙ্গে নগর ভবনে সভা হয়। সভার শুরুতে মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের পক্ষ থেকে মেয়রকে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠিত বৈঠকে সংস্কৃতিচর্চার নানা সংকট নিয়ে আলোচনার পর কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় আতিকুল ইসলাম তিন বছরের মধ্যে মিরপুর টাউন হল প্রাঙ্গণে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ঘোষণা দেন।
এ ছাড়া দ্রুততম সময়ে তিনি একটি মুক্তমঞ্চ নির্মাণেরও আশ্বাস মেয়র। তিনি সব পরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরামর্শ গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দেন।
প্রতিনিধি দলে আরও ছিলেন কাজী মিজানুর রহমান, আশিকুর রহমান বুলু, রেজাউল করিম রেজা, সগীর মোস্তফা, মঞ্জুর আলম সিদ্দিকী, ইকবাল হাবিব, আহমেদ সালাউদ্দিন, রিয়াজ উদ্দিন খোকন, হাবিব তাড়াশি, শাহরিয়ার আলম মামুন, দোলা মজুমদার, নাহিদ স্মৃতি প্রমুখ।