মির্জা আব্বাস সিসিইউতে

Looks like you've blocked notifications!
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকার সাবেক মেয়র এবং সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং মহানগর উত্তর যুবদলের সদস্য নজরুল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার রাত দেড়টায় মির্জা আব্বাসকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ওই হাসপাতালের  হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।’

মঙ্গলবার রাতে শাহজাহানপুরের নিজ বাসায় অবস্থানকালে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় রাতেই তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা দ্রুত কিছু পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন।

বর্তমানে মির্জা আব্বাস কিছুটা সুস্থ রয়েছেন। তাঁর স্ত্রী আফরোজা আব্বাস মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।