মিল বন্ধের নোটিশ দেখে কান্নায় ভেঙে পড়লেন পাটকল শ্রমিকরা
খুলনার রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের গেটে মিল বন্ধের নোটিশ দেখে কান্নায় ভেঙে পড়েন শ্রমিকরা। এ সময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপন টাঙানো হয় প্রতিটি মিলগেটে। ১ জুলাই থেকে বন্ধের কথা জানানো হয় ওই নোটিশে।
এদিকে, মিল বন্ধের প্রজ্ঞাপন টাঙানোর আগে গত বুধবার রাত থেকে খুলনা শিল্পাঞ্চল এলাকায় ব্যাপক পুলিশ ও সাঁজোয়া যান মোতায়েন করা হয়।
বিজেএমসির খুলনা আঞ্চলিক সমন্বয়কারী বনিজ উদ্দীন মিয়া জানান, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন তাঁরা হাতে পেয়েছেন। ওই প্রজ্ঞাপন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বিজেএমসির সচিব স্ব-স্ব মিলের প্রকল্পপ্রধানকে নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী, ১ জুলাই থেকে খুলনা অঞ্চলের ৯টি পাটকলের শ্রমিকদের অবসর এবং মিলে উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে।
সরকারের পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত মিলের সাইরেন বন্ধ থাকবে বলেও জানান তিনি।
পাট মন্ত্রণালয় থেকে দেওয়া ওই প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে, সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিজেএমসির নিয়ন্ত্রণাধীন ২৫টি পাটকলের শ্রমিকদের চাকরিবিধি মতে দুই মাসের মজুরির দেওয়া হবে। ২০২০-২১ অর্থবছর থেকে শ্রমিকদের সব সুযোগ-সুবিধার অর্থ দেওয়া হবে।
এদিকে, এসব পাটকল এলাকার মধ্যে মিলের তত্ত্বাবধায়নে ও অর্থায়নে দুটি প্রাথমিক বিদ্যালয়, দুটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও নয়টি মাধ্যমিক বিদ্যালয় ছিল। এসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।