মুক্তিযুদ্ধের আদর্শে দেশ পরিচালনা করছেন শেখ হাসিনা : আমু

Looks like you've blocked notifications!
ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ছবি : এনটিভি

‘বঙ্গবন্ধু বাংলাদেশ দিয়েছেন, শেখ হাসিনা মুক্তিযুদ্ধের আদর্শে দেশ পরিচালনা করছেন। মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দিয়েই সেটা করা হচ্ছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এ কথা বলেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদ এ সমাবেশের আয়োজন করে।

আমির হোসেন আমু বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ মুক্তিযুদ্ধের আদর্শেই পরিচালনা করছেন শেখ হাসিনা। আজকে শেখ হাসিনা তাঁর দলের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছেন মুক্তিযোদ্ধাদের। সুতরাং আগামী নির্বাচনে আপনাদের শেখ হাসিনার পাশে থাকা উচিত।’

আওয়ামী লীগের প্রবীণ এ নেতা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে, এতে বিএনপি-জামায়াতের মন্ত্রী-এমপিদেরও ফাঁসি হয়েছে। তাই তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ক্ষিপ্ত। আগামীতে ক্ষমতায় আসতে না পারলে, সেই ক্ষিপ্ততার বহিঃপ্রকাশ ঘটবে। সুতরাং আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে বিজয়ী করতে মুক্তিযোদ্ধাসহ সব শ্রেণি-পেশার মানুষকে ভূমিকা রাখতে হবে। ভোট দিয়ে বিজয়ী করতে হবে।’

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা, নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী দুলাল ও বীর মুক্তিযোদ্ধা শহিদ ইমাম পাশা।