মুক্তিযুদ্ধের কথা নতুন প্রজন্মকে জানাতে হবে : রণেশ মৈত্র
ভাষা সৈনিক, কলাম লেখক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের কথা নতুন প্রজন্মকে জানাতে হবে। এ জন্য সবাইকে কাজ করতে হবে।’
রণেশ মৈত্র আরও বলেন, ‘আগামী কয়েক বছর পরে মুক্তিযোদ্ধারা আর বেঁচে থাকবে না। তাই প্রগতিশীল সব সংগঠন ও প্রতিষ্ঠানকে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে নানাভাবে কাজ করতে হবে। তবেই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ অর্থবহ হবে।’
গতকাল সোমবার সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে গোল্ডেন বাস্কেট আয়োজিত ‘রং তুলিতে বাংলাদেশ’ শীর্ষক এক চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রণেশ মৈত্র এ কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোল্ডেন বাস্কেট-এর ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হাসান। সঞ্চালনা করেন পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসমত, পাবনা প্রেসক্লাবের সহসম্পাদক সৈকত আফরোজ আসাদ, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জরি সৌমি, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের এরিয়া সেলস ম্যানেজার এস এম শোয়াইব, টেরিটরি সেলস অফিসার মো. রায়হান মিয়া, গোল্ডেন বাস্কেট পরিচালক (মার্কেটিং) সোহেল রানা প্রমুখ।
মহান বিজয় দিবসে এই প্রতিযোগিতা শুরু হয় এবং ১ মার্চ পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়। তিন শতাধিক শিশু-কিশোর শিক্ষার্থী এ প্রতিযোগতায় অংশ নেয়।