মুক্তিযোদ্ধা বনে যাওয়া রাজস্ব কর্মকর্তাকে কারাদণ্ড

Looks like you've blocked notifications!

প্রতারণামূলকভাবে জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে মুক্তিযোদ্ধা বনে যাওয়া সহকারী রাজস্ব কর্মকর্তা মনিরুজ্জামানকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার ৭ নম্বর বিশেষ জজ শহিদুল ইসলাম এ রায় দেন।

আদালতের সরকারি কৌঁসুলি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর নোমান হোসাইন তালুকদার এনটিভি অনলাইনকে বলেন, বিচারক আসামি মনিরুজ্জামানকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও তা পরিশোধে ব্যর্থ হলে আরো এক বছরের অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

পিপি বলেন, এ ছাড়া আসামিকে দণ্ডবিধির ৪৭১ ধারায় আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। তবে আসামি মনিরুজ্জামান পলাতকতাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান তিনি।

নথি থেকে জানা যায়, আসামি মনিরুজ্জামান সহকারী রাজস্ব কর্মকর্তা, শুল্ক, আবগারি ও ভ্যাট কমিশনারেট হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা মো. আবদুল সামাদের ঠিকানা ব্যবহার করে প্রতারণামূলকভাবে জাল-জালিয়াতির মাধ্যমে বিভিন্ন সুবিধা নিয়েছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক।