মুজিববর্ষ উপলক্ষে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ বিতরণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে কৃষকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন জাতের ফসলের বীজ বিতরণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার সালনা এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ধান ও ডালের এসব বীজ সদর উপজেলার কাউলতিয়া গ্রামের কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।
ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘কৃষি এখন মর্যাদাপূর্ণ ও লাভজনক পেশা। এটা আজ আর অবহেলা ও অমর্যাদার কোনো পেশা নয়। বিশ্ববিদ্যালয়ের উন্নত ও জনপ্রিয় প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের লাভবান হওয়ার সুযোগ রয়েছে।’
অধ্যাপক গিয়াসউদ্দীন মিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয় মেধাবী কৃষি গ্র্যাজুয়েট তৈরির পাশাপাশি উদ্ভাবিত উন্নতজাত ও প্রযুক্তিসমূহ আগ্রহী কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়াও আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে অচিরেই কাউলতিয়া গ্রামে একটি মডেল ভিলেজ স্থাপন করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) অধ্যাপক ড. ইমরুল কায়েসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ, পরিচালকরা, প্রক্টর সহযোগী পরিচালকসহ (বহিরাঙ্গন কার্যক্রম) অন্যান্য শিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃষকরা তাদের প্রতিনিধির মাধ্যমে ফসল চাষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তা সমাধানের জন্য বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত বিভিন্ন জাতের ধান ও ডাল ফসলের বীজ ১০০ জন প্রকৃত কৃষকের মধ্যে বিতরণ করা হয়।’