‘মুঠোফোন বিক্রির টাকা’ নিয়ে বিরোধ, মামা-ভাগ্নের ছুরিকাঘাতে যুবক নিহত

Looks like you've blocked notifications!
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

সিলেটে মোবাইল বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে সজিব ও রুবেল দাস নামের দুজনের ছুরিকাঘাতে রাজু দাস নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

রাজু হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাওকা গ্রামের দুলাল দাসের ছেলে। অভিযুক্ত সজিব ও রুবেল দাস জালালাবাদ থানাধীন দুসকি এলাকার বাসিন্দা। রুবেল সম্পর্কে সজিবের মামা হন বলে জানা গেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মুঠোফোন বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে সজিব ও তাঁর মামা রুবেল দাস ধারালো ছুরি দিয়ে রাজু দাসকে জখম করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন রাজুকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।