মুন্সীগঞ্জের মাছের আড়ত ইলিশে সয়লাব

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জের মাছের আড়তে প্রচুর ইলিশ। ছবি : এনটিভি

দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশবিস্তারের জন্য সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত শুক্রবার মধ্যরাতে। গত ২০ মে থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মৎস্য আড়তগুলোতে মিলছে প্রচুর ইলিশ।

মুন্সীগঞ্জের পাইকারি মীরকাদিম ও মাওয়া মৎস্য আড়ত ইলিশে সয়লাব হয়ে গেছে, তবে দাম বেশ চড়া। আজ রোববার ভোর থেকেই মৎস্য আড়তগুলোতে আমদানি বেড়েছে আগের কিছুদিনের তুলনায় কয়েকগুণ বেশি। আকার ভেদে ৭০০ থেকে এক হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ। গত কয়েক দিনের তুলনায় কেজিতে ১০০ থেকে ২০০ টাকা বেড়েছে দাম।

মীরকাদিম মৎস্য আড়তের সভাপতি আকবর আলী খান জানান, এখানে ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত পাইকারি দরে মাছ বিক্রি করা হয়। এখানে প্রচুর পরিমাণে চাষের, নদী ও সমুদ্রের মাছ বিক্রি হয়ে থাকে। তবে, আজ সকাল থেকেই ইলিশের আমদানি ও বিক্রি বেড়েছে। সেই সঙ্গে দামও বেড়েছে কেজিতে ১০০ থেকে ২০০ টাকা বেশি। বড় আকৃতির মাছের দাম কেজিতে বেশি রাখা হচ্ছে।