মুন্সীগঞ্জে আট কেজি গাঁজা জব্দ, একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদরে আট কেজি গাঁজাসহ গ্রেপ্তার আমিনুল ইসলাম বাবুল মুন্সী। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জ সদর উপজেলা থেকে আট কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে আমিনুল ইসলাম বাবুল মুন্সী (৬১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার মীরকাদিম বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাবুল সদর উপজেলার মুক্তারপুর গ্রামের বাসিন্দা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মীরকাদিম এলাকা থেকে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে আট কেজি গাঁজা জব্দ করা হয়। এ ছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত ৩০ হাজার টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।
তাঁর বিরুদ্ধে দুটি মাদক মামলা চলমান রয়েছে বলেও জানান ওসি।