মুন্সীগঞ্জে ইয়াবা জব্দ, সাত রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৮

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জ শহরের মুক্তারপুর থেকে জব্দকৃত ইয়াবাসহ গ্রেপ্তারকৃতরা। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জ শহরের মুক্তারপুর থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে সাত রোহিঙ্গাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে মুক্তারপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাত রোহিঙ্গা  হলেন আজু বেগম (৩৫), নুর জাহান (১৯), নুর বেগম (৫০), জিয়া বল (৩০), সুমাইয়া আক্তার (১৬), শাকিলা (২৫), নুর কায়দা (১৫)। অন্য ব্যক্তির নাম রাজেশ (৩০)।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নারীসহ সাত রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের নিয়ে মুক্তারপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় লৌহজং থেকে জড়িত থাকার অভিযোগে রাজেশ নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, ‘গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৯০ হাজার টাকা জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়েছে। আসামিদের আজ রোববার দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।’