মুন্সীগঞ্জে গর্ভবতী মায়েদের জন্য সেনাবাহিনীর স্বাস্থ্যসেবা

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জের শ্রীনগরে গর্ভবতী মায়েদের বিশেষ স্বাস্থ্যসেবা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন ও সাভার অঞ্চল। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় গর্ভবতী মায়েদের বিশেষ স্বাস্থ্যসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন ও সাভার অঞ্চল। দুই শতাধিক গরিব, দুস্থ গর্ভবতী নারীকে বিনামূল্যে এই চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।

আজ রোববার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার শ্রীনগর সরকারি কলেজে নারীদের এই সেবা দেওয়া হচ্ছে। 

সেনাবাহিনীর ২২ সদস্যের একটি মেডিকেল টিম এই সেবা দেয়। সামাজিক দূরত্ব বজায় রেখে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা ও করোনা পরীক্ষা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়। এ ছাড়া আগতদের উপহারসামগ্রীও দেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিশেষ স্বাস্থ্যসেবার পাশাপাশি গর্ভবতী মায়েদের হাতে ওষুধ তুলে দিচ্ছেন সেনাবাহিনীর ৯ পদাতিক বিভাগের সদস্যরা। ছবি : এনটিভি

এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার তৌহিদ মুরাদ, লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মো. ফখরুল আলম (ফিল্ড অ্যাম্বুলেন্স), গাইনি বিশেষজ্ঞ মেজর রাজিয়া প্রমুখ।