মুন্সীগঞ্জে চাঁদার দাবিতে বাড়িতে হামলার অভিযোগ
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলা গ্রামে অহিদুল ইসলাম নামের একজনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে সুলতান কাজী বাবুর নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
কাজী বাবু তিন-চার মাস আগে জেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর বাসভবনে গুলি চালানো মামলার আসামি। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মারামারি কয়েকটি মামলা রয়েছে। হামলার ব্যাপারে তাঁর বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
হামলার শিকার অহিদুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসী বাবু কাজী ওরফে শুটার বাবু গতকাল রাত ৮টার দিকে জাহেদ, কালু, আলম, মাহফুজ ও জাকিরসহ ১০-১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ নিয়ে আমাদের বাড়ি আক্রমণ করে এবং আমাকে লক্ষ্য করে পিস্তল তাক করে। আমার থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে নিজের নিরাপত্তার কথা ভেবে কোনো রকম বাকবিতণ্ডা না করে আমি দ্রুত সরে যাই।’
এ দিকে ঘটনার পর পরই মুন্সীগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ ফোর্সসহ ঘটনাস্থলে পরিদর্শন করেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মুন্সীগঞ্জ থানা পুলিশ সার্বক্ষণিক বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে।’