মুন্সীগঞ্জে ছয় চোরাই মোটরসাইকেলসহ আটক ১০
মুন্সীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ছয়টি চোরাই মোটরসাইকেলসহ ১০ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন মো. হ্দয় (২২), মো. ইয়াছিন (২৩), মো. শান্ত খান (২০), আলমাস শেখ (২৫), আবু কালাম (২৫), বিপ্লব মেলকার (২৩) মো. রনি মাঝি (২৭), জুয়েল হাওলাদার (২৪) কোকো মোল্লা (১৯) ও শুভ দেওয়ান।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মামুনের নেতৃত্বে সদর ও টঙ্গীবাড়ি উপজেলায় অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ ও তাঁদের আটক করা হয়।
ওসি মোজাম্মেল হক মামুন বলেন, ‘জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন স্যারের নির্দেশে আজ সোমবার ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত একটি টিম নিয়ে সদর উপজেলা পঞ্চসার ইউনিয়নের বনিক্যপাড়া এলাকা থেকে দুটি চোরাই মোটরসাইকেল জব্দ করি ও আমাদের আরেকটি টিম টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরো চারটি চোরাই মোটরসাইকেল জব্দ করে।’
আসামিদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানা ও টঙ্গীবাড়ি থানায় দুটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
আজ বিকেল ৩টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের জেলা গোয়েন্দা শাখার দুটি টিম আলাদা হয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছয়টি চোরাই মোটরসাইকেল জব্দ করে। এ ঘটনায় আমরা ১০ জনকে আটক করি এবং তাদের জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি এ ঘটনায় তারা নিজেরা জড়িত ও কিছু নাম পেয়েছি তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তারা মোটরসাইকেলগুলোতে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর বা বিভিন্ন সাইনবোর্ড ব্যবহার করে চালাত।’
তবে পুরো চক্রটিকে খুব দ্রুত গ্রেপ্তার করতে পারবেন বলে জানান পুলিশ সুপার।