মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ কিলোমিটার যানজট
মুন্সীগঞ্জের লৌহজং ও শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দীর্ঘ পাঁচ কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। আজ শুক্রবার ভোর থেকে জেলার লৌহজং পদ্মা সেতু টোল প্লাজা থেকে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকা পর্যন্ত এ যানজট দেখা দেয়।
পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, পদ্মা সেতুর ছয়টি লেন রয়েছে। এর মধ্যে দুটিতে কাজ হচ্ছে। কুয়াশায় আরও দুটি লেন বন্ধ করে দেওয়া হয়। শুধু দুটি লেনে টোল নেওয়া হচ্ছিল। এতে যানজটের সৃষ্টি। কুয়াশা কিছুটা কমলে সকাল ১০টা থেকে চারটি লেনে টোলা আদায় করা শুরু হয়।
পদ্মা সেতুর টোল প্লাজার ব্যবস্থাপক সজল তালুকদার বলেন, ‘ঘন কুয়াশা ও ছুটির দিনে দক্ষিনবঙ্গগামী যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। এতে ভোর থেকে এক্সপ্রেসওয়েতে যানজট দেখা দেয়।’
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গাড়ির জট এখন নিয়মিত ব্যাপার। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে পদ্মা সেতু টোল প্লাজায় দুটি লেন বন্ধ করে দেওয়া হয়। এতে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়।’