মুন্সীগঞ্জে নতুন করে ৭০ জন করোনা রোগী শনাক্ত, মৃত ১

Looks like you've blocked notifications!

মুন্সীগঞ্জ জেলায় নতুন করে ৭০ জন করোনা রোগীকে শনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ সোমবার দুপুরে ১৯৩ জনের ফলাফল পাঠায় ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। এতে ৭০ জনের ফলাফলে করোনা পজিটিভ আসে।

এর  মধ্যে সাতজনের ফলোআপ রেজাল্ট রয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক হাজার ১০৫ জনে।

গতকাল রাতে টঙ্গিবাড়ী উপজেলার ডুলিহাটা গ্রামে জোসনা বেগম (৫০) নামের এক করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন অবস্থায় নিজবাড়িতে মৃত্যুবরণ করেন। জেলায় এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ জনে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০৮ জন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ।

এদিকে জেলাজুড়ে করোনা আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা বৃদ্ধি পেলেও গণপরিবহন এবং হাটবাজারগুলোতে এখনো মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মুন্সীগঞ্জ জেলার নাম রেড জোনের তালিকায় অন্তর্ভুক্ত হলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে আজও কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য বিশেষজ্ঞসহ জেলার সচেতন মহল।