মুন্সীগঞ্জে মাদকদ্রব্য নির্মূলে কর্মশালা
মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ সার্কিট হাউসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলু রায়।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ঢাকা বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল।
কর্ম পরিকল্পনা উত্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিচালক (নিরোধ শিক্ষা, গবেষক ও প্রকাশক প্রধান কার্যালয়) মোহাম্মদ আবদুল হাই।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মানজুরুল ইসলামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিবৃন্দদের মধ্যে বক্তব্য দেন মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র হীরা, স্থানীয় সরকার সরকার উপপরিচালক মোহাম্মদ এনামুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবিদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সামছুল আলম, মুন্সীগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাদকের চাহিদা হ্রাসের প্রতিষ্ঠান কর্মপরিকল্পনা খসড়া করেন।